YT Studio এ্যাপটি প্রত্যেক ইউটিউবারদের ফোনে থাকা অত্যন্ত জরুরী, জেনে নিন এটির কাজ।

আসসালামু আলাইকুম।


আজ আমি এমন একটি টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হয়েছি, তা হয়তো পোস্টের টাইটেল পরেই কিছুটা বুজতে পেরেছেন।
MR Laboratory - Youtube studio
MR Laboratory - Youtube studio



 এ্যাপটির প্লে স্টোর ডাউনলোড লিংক 

★ইউটিউব স্টুডিও এ্যাপটি দিয়ে যা করতে পারবেন।

(১) মাত্র কয়েক সেকেন্ডেই খুব সহজেই ড্যাসবোর্ডে যেতে পারবেন।
(২) আপনি চ্যানেলে কেউ কমেন্ট করলে তা দেখতে পারবেন।
(৩) কমেন্টের রিপ্লে দিতে পারবেন।
(৪) ভিডিওর টাইটেল চেন্জ করতে পারবেন।
(৫) ভিডিও তে থাম্বনাইল দিতে পারবেন।
(৬) ভিডিও আপলোড করতে পারবেন।
(৭) ভিডিও আপলোডের পরে ট্যাগ বসাতে পারবেন এবং ভিডিওটি পাবলিশ করতে পারবেন।
ভিডিওতে কয়েকটি ভিউ, লাইক, ডিসলাইক  (৮) হয়েছে তা দেখতে পারবেন।
(৮) ভিডিওটি লোকেরা কতো মিনিট হয়েছে তা দেখতে পারবেন।
(৯) চ্যানেলটি কতো জনে সাবস্ক্রাইব করেছে তা দেখতে পারবেন।
(১০) নোটিফিকেশন সিস্টেম আছে, যা কেউ কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করলে সাথে সাথে নোটিফিকেশন পাবেনা।
শুধুমাত্র ভিডিও প্লে করে দেখা যাবেনা।

আমার মনে হয় এই এ্যাপটি আপনি ব্যবহার করলে সত্যিই আপনি এর প্রেমে পড়ে যাবেন, এই এ্যাপটি দিয়ে উপরোক্ত কাজগুলি করতে খুব অল্প ডাটা খরচ হয়, এবং অল্প সময়ের মধ্যে কাজ শেষ করা যায়।

ভুল ত্রুটি হলে মাফ করবেন।
কিছু জানার থাকলে কমেন্ট করবেন।
ফেসবুকে আমি মোঃ হৃদয়

from UniqueTricks.Com Know sharing for your knowledge http://bit.ly/2GOzWmT
via Uniquebdtrick