এসে গেলো Shareit Lite ভার্শন আর নয় Ads এর জ্বালাতন
![]() |
এসে গেলো Shareit Lite ভার্শন আর নয় Ads এর জ্বালাতন |
SHAREit যা একটি ট্রান্সফার টুল চাইনিজ ডেভেলপাররা তৈরি করেছিল Q1 2013 তে । অ্যাপটি প্রথমেই মার্কেটে এসে সাড়া ফেলে দেয় ব্লেজিং স্পিড এবং সিম্পল মিলিমালিস্টিক ইউজার ইন্টারফেস এর জন্য। শুরুতে শুধুমাত্র এন্ড্রয়েড এর জন্য বের হলেও পড়ে iOS, Mac, Windows প্ল্যাটফর্ম এ বিস্তৃতি লাভ করে। মার্কেট প্লেসে SHAREit এর মত অ্যাপ আগে থেকে থাকলেও কেন জানি SHAREit একটা রেভুলেশন এনে ফেলে। যার কারণে অনেক গুলো মোবাইলে বিল্ট-ইন অ্যাপ হিসেবেই SHAREit আসা শুরু করে। এমনকি মজার ব্যাপার হল ফাইল ট্রান্সফার করার জন্য মানুষ বলতো সেন্ড বা রিসিভ কর/করেন কিন্তু কোন অ্যাপ ম্যানশন করা লাগত নাহ সবাই আপনাআপনি SHAREit ওপেন করে নিত।
আস্তে আস্তে তারা বড় ছেলের মত এক্সট্রা দায়িত্ব কাঁধে নিয়ে ফাইল ট্রান্সফার ছাড়া অনেক ফিচার আনা শুরু করে দেয়। তাদের নামের সাথে মিল রেখেই দেয় CLONEit, LOCKit, CLEANit, LISTENit, Space Analyser, Junk Remover। যার মধ্যে কিছু ফিচার দরকারি যেমনঃ স্পেস এনালাইজার ,আইফোনের জন্য বিল্ট –ইন অডিও/ভিডিও প্লেয়ার ইত্যাদি। কিন্তু এইভাবে ফাইল ট্রান্সফার এর উদ্দেশ্য থেকে সরে গিয়ে তাঁরা প্রতিনিয়ত একগাদা ব্লোটওয়্যারসহ অ্যাপ রিলিজ দিতে লাগল। যার কারনে অ্যাপটি দিন দিন ল্যাগি আনরেস্পন্সিভ হতে শুরু করে। সাথে ট্রান্সফার স্পিড এর করুন দশা মানে অস্বাভাবিক উঠানামা তো আছেই।
যেহেতু এটি একটা ফ্রিওয়্যার যার কারনে কিছু এড দেখাবেই। এবং সবাই এটাকে খুব নরমালিই নিয়েছিল। কিন্তু এক সময় ফুলস্ক্রিন/ পপ আপ এড আসা শুরু করে যা আসলেই ডিসগাস্টিং। অশ্লীল থাম্বনেইল এর সাথে অশ্লীল টাইটেল দিয়ে ভরা এড এর নামে স্প্যামিং করা শুরু করে দেয়। ক্লিকবেইট টাইটেল থাকায় অনেকে প্রলুদ্ধ হয়ে ক্লিক করে ম্যালওয়্যার এটার্ক এর সম্মুখিন হতে হয়। শেষ পর্যায়ে এসে দেখা গেল নটিফিকেশন প্যানেলেও এড দেখাচ্ছে। এক কথায়, এড দেখানো যায় যতসব ওয়ে আছে তাঁরা সব গুলোতে দেখিয়ে যাচ্ছে।
বিরক্তিকর এইসব এড এবং ব্লোটওয়্যারযুক্ত SHAREit থেকে মুক্তি পেতে সবাই বিকল্প অ্যাপ খুজছে । তাই আজকে আপনাদের সামনে SHAREit এর ৩টি বেস্ট অল্টারনেটিভ তুলে ধরার চেষ্টা করেছি। বেস্ট অল্টারনেটিভ খুঁজার ক্ষেত্রে যে বিষয় গুলো গুরুত্ব দেওয়া হয়েছে তা হলে।
আমরা যারা Android মোবাইল ব্যবহার করি তাদের মধ্যে প্রায় সবাই এক মোবাইল থেকে অন্য মোবাইলে কোনকিছু ট্রান্সফার করার জন্য Shareit ব্যবহার করে থাকি। তাই এই সফ্টওয়্যার টা আমাদের মোবাইলের একটা পার্মানেন্ট সফ্টওয়্যার হয়ে গিয়েছে। ইদানীং Shareit এর নতুন আপডেট এর পর থেকে প্রচুর এডস আসার কারনে অনেকে Shareit ব্যবহার করা বন্ধ করে দিয়েছে, তাদের মধ্যে আমিও একজন 😁। তাছাড়া আপডেট এর পর থেকে Shareit এর সাইজও বেড়ে গিয়েছে অনেক যা Low Ram ও Low Internal Memory মোবাইল ইউজার দের জন্য খুব সমস্যার একটা ব্যাপার। নতুন Shareit এর মেইন সমস্যা টা হলো এডস। অ্যাপে ঢুকার সাথে সাথে প্রচুর এডস আসা শুরু করে যা খুবই বিরক্তিকর। তাছাড়া মোবাইল এর ডাটা চালু থাকলে এটা ব্যাকগ্রাউন্ডে ভিডিও ডাউনলোড করে রাখে যা মোবাইল এর ডাটা খরচ হয় এবং মোবাইল এর স্টোরেজও ফুল হয়ে যায়। অনেক সময় দেখা যায় Shareit একাই মোবাইলের 1-2GB স্টোরেজ দখল করে রেখেছে।
এখন কথা বলি Shareit Lite ভার্শন নিয়ে।
১. লাইট ভার্সনে কোন এডস নেই
২. ট্রান্সফার স্পিডও ভালো 4-7Mbps
৩. এত রয়েছে Face To Face Transfer সুবিধা
Face To Face Transfer :
এই সিস্টেমটা Shareit Lite এ এড করা হয়েছে। এই সিস্টেমে ফাইল শেয়ার করার আগেই দুই মোবাইল কানেক্ট করে নেয়া হয়। কানেক্ট করার পর দুই মোবাইল একে অপর থেকে ফাইল নিতে ও পাঠাতে পারে।Screenshoots:



তাহলে আর দেরি না করে নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন। আপনি ইচ্ছা করলে Play Store থেকেও ডাউনলোড করতে পারেন।
- Download (Play Store Link)
- Download (Uptodown Link)
আজকের মত এখানেই শেষ করছি। পোস্ট টি ভালো লাগলে ফেসবুকে শেয়ার করবেন।
lite,share,switch lite,huawei p20 lite,gta sa lite,windows xp share lite,how to share pubg lite,how to share pubg lite with shareit,screen share in honor 9 lite,how to share pubg mobile lite,how it share pubg mobile lite,share it,how to share pubg mobile lite by xender,how to share pubg mobile lite with zapya,pubg lite kaise share kre,huawei,how to share pubg on shareit,শেয়ার ইট,শেয়ার ইট,শেয়ার করলাম,শেয়ার ইট এ্যাপস,চরতা শেয়ারইট,তোর ওটা সেরে,শেয়ারইট অরজিনাল,নিউ শাড়ি,কোম্পানীগঞ্জ,টিটোরিয়াল,আপনাদের সাথে,নিউ ভিডিও,নোটিফেকেশন,