Android এর জন্য সেরা ৫ টি VFX Effect Android Apps যারা ভিডিও তৈরী করেন তারা দেখে নিতে পারেন

Android এর জন্য সেরা ৫ টি VFX Effect Android Apps যারা ভিডিও তৈরী করেন তারা দেখে নিতে পারেন



হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন।
আজ আপনাদের জন্য নিয়ে হাজির হলাম Android মোবাইল দিয়ে VFX Effect যোগ করার জন্য সেরা ৫ টি Apps নিয়ে আলোচনা করবো।

আপনাদের ভিতর হয়তো অনেকেই আছেন যারা ভিডিও তৈরী করা নিয়ে কাজ করে থাকেন যেমনঃ শর্ট ফিল্ম , নাটক , মিউজিক ভিডিও বা অন্যান্য ভিডিও।
তাদের অনেক সময় Realistic মুহুর্ত প্রয়োজন হয় যেখানে সাইন্টিফিক কিংবা ভুতূড়ে ,অন্যান্য  Effect এর প্রয়োজন পড়ে থাকে তারা চাইলে Apps গুলো দেখে রাখতে পারেন যদি কোন সময় কাজে আসে।
আর এই Effect গুলো এতো নিখুত যে মনে হবে সত্যিই ওরকম কিছু ঘটেছিল।

যারা প্রফেশনাল কাজ করেন তারা হয়তো এই Apps গুলো কাজে লাগাতে পারেন তাই শেয়ার করা তবে চলুন শুরু করা যাক রিভিউ।

FX Guru Review:

আমাকে শিকার করতেই হচ্ছে যে Fx Guru সব থেকে Best App VFX Effect তৈরী করার জন্য এখানে আপনি চাইলে এলিয়েন যোগ করে দিতে পারবেন অথবা চাইলে UFO কিংবা Satellite Crash ছাড়াও Horror নয়তোবা এরকম আরো ৮২ টি Effect পাবেন আপনার ভিডিও এর ভিতর জান এনে দিতে।
আর এটা সম্পুর্ণ User Friendly  Apps তাই ব্যবহার করেও মজা পাবেন। 
তবে দুঃখজনক হলেও সত্যি যে এখানে আপনি ফ্রিতে মাত্র ১৭ টি Effect ব্যবহার করতে পারবেন আর বাকী গুলো ক্রয় করে তবে আপনি বুদ্ধি খাটিয়েও আনলক করতে পারবেন গুগলে মোড খুজলেও লাভ হচ্ছেনা তাই অফিশিয়াল ভার্সন শেয়ার করবো।
এখানে আপনি চাইলে আপনার ভিডিওর জন্য Background Colour সহ রেকোর্ডিং Effect টা ব্যবহার করে দেখতে পারেন এক কথায় অসাধারন।

FX GURU Screenshot :







FX GURU Download Link:


2. Movie Booth FX Free Review:


FxGuru এর মতো Android এর জন্য Movie Booth FX Free অ্যাপ্লিকেশনটি আপনাকে বিনামূল্যে 18 টি  VFX Effect যোগ করতে দিবে এবং মূলত তিনটি বিভাগে বিভক্ত Effect গুলি  অ্যাকশন, সাইন্টিফিক এবং হরর আলাদা করে। এই অ্যাপ দিয়ে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে অ্যাকশন ডিরেক্টর হয়ে উঠার কল্পনাকে পূর্ণ করতে পারবেন। প্রক্রিয়া সহজ এবং সহজবোধ্য। একটি মুভি রেকর্ড করুন, দৃশ্যগুলি নির্বাচন করুন যেখানে আপনি কোন বিশেষ প্রভাব যুক্ত করতে চান সবশেষে তা যুক্ত করুন।

আপনি Dynamite, Mad Woman, Flame Thrower, Missile Attack, Sniper  এর মত Effect গুলো এখানে পেয়ে যাবেন। 

Movie Booth FX Free Screenshort:













Movie Booth FX Free Download Link:


Download Link 


3.Video FX Music Video Maker Review:

আপনি কার্টুন বা  Different  স্টাইলের ভিডিও তৈরি করতে চান এবং সেই অনুযায়ী বিশেষ Effect যুক্ত করতে চান তবে Video FX Music Video Maker হতে পারে ভালো মানের App। এখানে বিশেষ Effect রয়েছে যেমন সঙ্গীত এবং Film, Cinematic, Ghost, Cartoon, Thermal, Stroboscope, Neon, Mirror এবং অন্যান্য ধরণের । যেমন ভিডিও  তৈরী হবে পেশাদারী ক্যামেরা বা  দক্ষতা ছাড়াই। এটি ব্যবহারকারী বন্ধুত্বপূর্ণ এবং যারা নতুন তাদের জন্য হতে পারে পছন্দের App.

শুধু একটি গান নির্বাচন করুন, আপনার আগ্রহের Effect নির্বাচন করে রেকর্ডিং শুরু করুন । আপনি Realistic  সময় ভিত্তিতে Effect যোগ করতে পারবেন। এটি 50 টির বেশি Effect রয়েছে এবং সামাজিক মিডিয়া ওয়েবসাইটগুলিতে এটি শেয়ার করার অপশন  দিয়েছে। চাইলে Slow Motion এর ভিডিও বানাতে পারবেন।

Video FX Music Video Maker Screenshot:








Video FX Music Video Maker Download Link:


4.Extreme VFX Review:

এই App টি সবথেকে ছোট মাত্র 400kb+ কিন্তু এর কাজ অনেক সুন্দর এর মাধ্যমে চাইলে আপনি ২০ টি Effect ব্যবহার করতে পারবেন তবে ৪টি Effect ফ্রি।
আপনি চাইলে Lucky Patcher দিয়ে আনলক করে নিতে পারবেন ।
এখানে আপনার Record করা অথবা Pre Recorded ভিডিও নিয়ে কাজ করতে পারবেন আর ভালো কথা হলো এই যে ভালো গুনগত কোয়ালিটিতে ভিডিও Export করতে পারবেন।

Extreme VFX Screenshot:






Extreme VFX Download Link:


Download Link

5. Guns Movie Fx Review:


যদি আপনার ভিডিও তে প্রয়োজন হয় গোলাগুলি এবং সাথে সাউন্ড Effect তাহলে এই App দিয়ে আপনি Gun Effect গুলো দিতে পারবেন এছাড়া এই এপ এর আর বিশেষ কোন Effect নেই ।

Guns Movie Fx Screenshot :




Guns Movie Fx Download Link:


Download Link


তাহলে আজকের পোষ্টটি এখানেই শেষ করছি ....

সময় থাকলে গরীবের ছোট্ট ব্লগ হতে ঘুরে আসবেন

DarkMagician.xyz

আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।

সৌজন্যঃ Cyber Prince
via Dark Magician