লগো মেকার প্রো এন্ড্রোয়েড এ্যাপ দিয়ে এডভান্স লেভেলের লগো তৈরী করুন খুব সহজেই।

লগো মেকার প্রো এন্ড্রোয়েড এ্যাপ দিয়ে এডভান্স লেভেলের লগো তৈরী করুন খুব সহজেই, কোনো ঝামেলা পোহাতে হবে না।

আমাদের মধ্যে যাদের একটা ওয়েবসাইট বানানোর শখ বা ইতিপূর্বে বানিয়েছেন, সাইটের হেডে একটা সুন্দর লগো বসাতে হয়।
একটা সাইটের লগো যতো সুন্দর হবে ভিজিটরদের সাইটে প্রবেশ করার আগ্রহ ও ততোবেশী বৃদ্ধি পাবে, আর আপনার সাইটে যদি ভিজিটররা ভিজিট করে একটা সাদামাটা লগো দেখে তাহলে ভিজিটররা ভাবে ধুর এই লোমবার সাইট দুইদিন পর বন্ধ হয়ে যাবে যে এডমিন একটা লগোই বানাতে পারেনা সে কি করে সাইট কন্ট্রোল করবে।

কিছু স্কিনসট
(১) এ্যাপটি ওপেন করুন
 (২) ক্রিয়েট এ নিউতে ক্লিক করুন
 (৩) এই ফিচার গুলো আছে, এদের একেকটির মধ্যে আবার  তিন চারটি করে।
 (৪) ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে এইরকম কালার, গ্যালারি এগুলো দেখতে পাবেন
 (৫) লগোতে ক্লিক করলে আবার থ্রিডি লগো, এনিমলস এগুলো দেখতে পাবেন
 (৬) অনেক গুলো থ্রিডি লগো আছে যা দেখে অবাক হয়ে যাবেন
 (৭) এনিমলস লগো আছে তাও অনেক গুলো
 (৮) ব্যাকগ্রাউন্ড লগোও অনেক আছে।
আমি দেখাবো না, কি করে লগো বানাবেন, লগো বানানোর সব ইলিমেন্ট গুলো এখানে আছে একটু চেষ্টা করলেই নিজেই বানিয়ে ফেলতে পারবেন।
একটা সাইটের মালিক হবেন আর মাথার বুদ্ধি একটুও খাটেবেন না এটা হয় না।

এ্যাপটি ডাউনলোড করতে ক্লিক করুন Direct Play Store Link
ফেসবুকে আমি



from TrickJanBD.Com Sharing for your knowledge http://bit.ly/2KfGBdh
via Uniquebdtrick